প্রাইমারি তৃতীয় ধাপে চূড়ান্ত মনোনীত দের পরবর্তী করণীয়
.png)

প্রত্যেক জেলায় আলাদা করে নোটিশ দিবে, জেলা শিক্ষা অফিস এর ওয়েবসাইট এ খেয়াল রাখুন। সব নির্দেশনা পেয়ে যাবেন।তাছাড়া প্রায় সব জেলার ই same নিয়ম কানুন।

ভাইভার আগে যে যে কাগজ জমা দিয়েছেন, সেগুলো অন্তত ৪_৫ সেট ফটোকপি করে সত্যায়িত করে রাখবেন। সাথে ছবি অন্তত ৬_৮ কপি।

পুলিশ ভেরিফিকেশন ফর্ম ৩ কপি। জেলা শিক্ষা অফিসের সামনের কম্পিউটার এর দোকান থেকে নিতে পারেন।

পুলিশ ভেরিফিকেশন ফর্ম এর সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ অ্যাটাচ করে দিতে হয়।

ডোপ টেস্ট করতে হয়। এর জন্য সিভিল সার্জন অফিস এ যাবেন, সোনালি ব্যাংক এর একটা এ্যাকাউন্ট নম্বর আছে, সেখানে ১০০ টাকা জমা দিয়ে রিসিট নিবেন। তারপর কি কি টেস্ট করতে হবে, কোথায় করতে হবে উনাদের থেকে জেনে স্যাম্পল দিয়ে আসবেন। পরের দিন রিপোর্ট সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করবেন।

আর আবেদন ফর্ম এ যে সাক্ষর দিয়েছেন, সব জায়গায় এক ই সাক্ষর ব্যাবহার করবেন, নয়তো ঝামেলায় পড়বেন।

জেলা শিক্ষা অফিসের নির্দেশনা মোতাবেক সব জমা দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এর জন্য অপেক্ষা করবেন। সেখানে জেলায় কতো তারিখ যোগদান করবেন লেখা থাকবে, সে মোতাবেক যোগদান করবেন।

যোগদানের সময় ৩০০ টাকার স্ট্যাম্প, জেলা শিক্ষা অফিসার বরাবর যোগদান পত্র লাগবে, এগুলো জেলা শিক্ষা অফিসের সামনের কম্পিউটার এর দোকানে পাবেন।

যোগদানের আগে পুলিশ verification হয়। অনেক সময় পরেও হয়।

পুলিশ ভেরিফিকেশন এর জন্য, বাড়ীর দলিল/খতিয়ান, বিদ্যুৎ বিল এর কাগজ, বিবাহিত হলে কাবিন নামার কপি, স্পাউস এর এন আইডি এর কপি, নিজের + বাবা মায়ের এন আইডির কপি, আপনার নাগরিকত্ব সনদ,সব সার্টিফিকেটের কপি রেডী রাখবেন। অবিবাহিত হলে ইউনিয়ন/পৌরসভা থেকে অবিবাহিত প্রত্যয়ন পত্র নিবেন।


স্থায়ী জমি থাকলে+ নিজের নামে মামলা না থাকলে পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তার কিছু নেই।

জেলায় যোগদানের ২_৩ দিন পর স্কুল এর নাম সহ পদায়ন আদেশ দিবে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে। পদায়ন আদেশ আর প্রধান শিক্ষক বরাবর যোগদান পত্র নিয়ে স্কুল এ জয়েন করবেন।

তারপর উপজেলা শিক্ষা অফিসার বরাবর আরেকটা যোগদান পত্র নিয়ে উপজেলায় জয়েন করে, প্রয়োজনীয় কাগজ পত্র দিবেন।

এর আগে ব্যাংক একাউন্ট খুলে রাখতে পারেন, যেকোনো সরকারি ব্যাংক হলে ভালো হয়।


আর সব কাজ একই উপজেলার কয়েক জন মিলে করবেন, তাহলে পুরো প্রক্রিয়া অনেক সহজ হবে।
সবার জন্য অনেক অনেক শুভকামনা
0 Comments